গাছ আমাদের জীবনের উৎস । গাছ শুধু পরিবেশকে বাঁচায় না, বাঁচায় আমাদের জীবন । শহরে জীবনের উৎস যেই গাছ সেই গাছ দিন দিন কমে যাচ্ছে । আমরা আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য রেখে যাচ্ছি এক অনিশ্চিত জীবন । শহরে খালি জায়গা নেই বটে, কিন্তু আছে প্রচুর খালি ছাদ এবং বারান্দা ।এই জায়গাগুলোকেও যদি সবুজ করা যেত তাহলে জাতি, দেশ তথা বিশ্ব কিঞ্চিৎ উপকৃত হত । তাই আসুন সকলে ছাদে বাগান করি।