কি বলব নিজের সম্পর্কে, কি-ই বা বলার আছে । অতি সাধারন একজন মানুষ । পড়া-লেখা করেছি শহর এবং গ্রামে । গ্রামের স্কুল লাইফের সেই দিনগুলো আজও বুকে নাড়া দেয় । সুন্দর কেটেছে দিনগুলো । জানি যেদিন গেছে সেদিন আর ফিরে পাওয়া যাবে না । তাই বুক পকেটের নিচে লুকায়িত হৃদপিন্ডটা মাঝে মাঝে ক্যাঙারুর মত লাফিয়ে উঠতে চায় । পড়া লেখার চেয়ে খেলাধুলায় মেতে থাকতাম বেশীক্ষন ।
চাকুরী করি ব্যাংকে । পদবী- উপ পরিচালক, বাংলাদেশ ব্যাংক, মতিঝিল, ঢাকা । ব্যস্ত ভীষণ । সকাল ৯.০০টায় বাসা থেকে বেরিয়ে রাত ৯.০০টায় বাসায় ফেরা । কাজের এমন চাপ, শুক্র/শনিবারেও অফিস । ব্লগ বা সাইট নিয়ে বসি কখন । তারপরও সময় বের করে নিতে হয় এক আধ ঘন্টা । ঘুম থেকে খুব সকালে উঠে ছাদের গাছকে কিছুটা খাতির যত্ন । তারপর আবার অফিস । এইতো আমার লাইফ সার্কেল । এইতো আমি ।
শত ব্যস্ততার মাঝেও বাগান করি । এ যে আমার ভালবাসা, আমার জীবনের একটা পার্ট । আমার ভাল লাগে ভ্রমণ করতে, ভাল লাগে ছবি তুলতে । নির্জনতা আমার খুব পছন্দ । জোৎস্না রাত কি অমাবশ্যার কালো রাতে ছাদে বসে থাকতে ভাললাগে ।
শহরের ব্যস্ততা একদম পছন্দ নয় । তারপরও মেনে নিতে হয় । এটাই বাস্তবতা । আমি স্বপ্ন দেখি শহরের সকল ছাদ সবুজের ।