শহরে বাগান করার ঠাঁই নেই । আছে শুধু বড় বড় অট্টালিকা । দু চারটা পুরানো বাড়ি যাও ছিল গত কয়েক দশক ধরে সে গুলোর উপরও আক্রমণটা যেন আরও বেড়ে গেছে । বড় বড় চোখ যেন এখন ওদিকেই বেশী নজর দিচ্ছে। আধুনিক নগরায়ন আমাদের গ্রাস করছে প্রতিনিয়ত। আর নগরায়নের ফলে কৃষি ভূমি দিন দিন কমে যাচ্ছে । বাড়ছে শহরের মানুষ । বর্তমানে ২৮% লোক বাস করে শহরে । যে হারে মানুষ বাড়ছে সে হারে শহরে গাছপালা কমে যাচ্ছে । কোথাও এতটুকু জায়গা ফাঁকা নেই গাছের জন্য। প্রয়োজনও মনে হয় কেঊ করছে না । তাই শহরের মানুষের বাঁচার জন্য হলেও রুফ গার্ডেনিং দরকার। রুফ গার্ডেনিং আপনাকে যেমন শহরে বসে নিজের বাগানের টাটকা ও কীটনাশক মুক্ত ফল, মূল, শাক-সব্জী খাওয়ার সুযোগ দিবে তেমনি বাগানের ফুল, পাতাবাহার, অর্কিড অথবা ক্যাকটাস দিবে অনাবিল আনন্দ।
Friday the 27th.
Copyright 2012 শীতল রুফ গার্ডেন।. Hostgator coupon - All rights reserved.