কৃষিতে আমাদের দেশের সাফল্য বলাই বাহুল্য । তা না হলে এই ক্ষূদ্র আয়তন ও অথচ বৃহৎ জনসংখ্যার দেশের মানুষ দুবেলা পেট পুরে খেতে পারার কথা না । আবাদী জমি দিন দিন যেভাবে হ্রাস পাচ্ছে তাতে ভবিষ্যতে আমরা এই সাফল্য ধরে রাখতে পারব কিনা কে জানে । নগরায়ন বৃদ্ধি পাচ্ছে দ্রুত গতিতে । ফসলী জমি কমে যাচ্ছে প্রতিনিয়ত । যে জমি কমে যাচ্ছে তা ফিরে পাওয়া যাবে না কোনদিন । তাহলে উপায় কি আমাদের । যে জমি নষ্ট করে নগরায়ন হচ্ছে সেই নগরের ছাদকে যদি কৃষিক্ষেত্র বানাতে পারি তাহলে কিছুটা হলেও ঘাটতি পূরণ হবে । হয়ত তাতে ধান, গম সরিষা ইত্যাদি শস্য আবাদ করা যাবে না ঠিকই কিন্ত যে কোন শাক সব্জী , ফলমূল চাষ করা সম্ভব অনায়াসে । আর তাতে আবাদী জমির উপর শাক-সব্জী, ফল-মূল চাষের চাপ কিছুটা হলেও কমবে ।
ছাদে হাইড্রফনিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠানে অন্যান্য প্রশিক্ষনার্থীদের সাথে আমি
নগর কৃষক কারা
কৃষক নামটা বড়ই অসুন্দর মনে হতে পারে অনেকের কাছে । রুফ গার্ডেনার বললে কারো আপত্তি থাকবে না জানি । নগরে অনেকেরই ছাদ আছে । অনেক ছাদের মালিকেই রুফ গার্ডেনও করে থাকেন। হয়ত শুধুমাত্র শখের বশেই বাগান করে থাকেন অধিকাংশ রুফ গার্ডেনার । শখ থাকবে এটাই স্বাভাবিক । সঠিক পরিকল্পনা থাকে না বলে এতে কিছু পয়সাই শুধু খরচ হয় । কোন বেনিফিট তাতে পাওয়া সম্ভব হয় না । প্রকৃতপক্ষে রুফ গার্ডেনাররা সঠিক পরিকল্পনামাফিক ছাদটাকে একটা কৃষিক্ষেত্র বানাতে পারে । রুফ গার্ডেনাররা পারে নিজেদেরকে নগর কৃষকের ভূমিকায় অবতীর্ন করতে ।
আমার ভাবনা
যে দেশের মাটি উর্বর । যে দেশের আবহাওয়া কৃষি উপযোগী । সে দেশে যে কোন স্থানে বাগান সৃজন করা কত সহজ তা আর বলার অপেক্ষা রাখে না । আমরা যারা শহরে বাস করি, যাদের একটা ছাদ আছে তাদের অধিকাংশেরই বাগান কারার আগ্রহ আছে । ছাদে বাগান নেই এমন অনেক ছাদের মালিকের সাথে কথা বলে বাগান না করার পিছনে যে কারণগুলো মোটামোটি সবাই বলেন তা হলঃ
১) খুবই ব্যস্ত, বাগান করার একদম সময় নেই ।
২) সময় মোটামোটি পেলেও বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন ।
৩) অনেকের ধারণা ছাদে প্রথম বারই শুধু ফল পাওয়া যায় পরবর্তীতে আর ফল পাওয়া যায় না ।
উপরিল্লেখিত সমস্যাসমুহ যে আসলেই কোন সমস্যা নয় এ কথা বুঝানোর জন্য আমি গত কয়েক বছর যাবৎ বিভিন্নভাবে কাজ করে যাচ্ছি । বিভিন্ন ব্লগে আমার ছাদে বাগানের ছবি পোষ্টসহ টুকটাক লেখালেখি করে যাচ্ছি । যাতে করে তাদের ভুল ধারণা দূর হয় । আমি সবসময় ভাবি আমার দেশের প্রতিটি ছাদ যেন সবুজ হয় । সবসময় ভাবি প্রতিটি পরিবার যেন নিজের ছাদের টাটকা ভেজালমুক্ত শাক-সব্জী , ফলমূল খেতে পারে । আর সে লক্ষ্যেই আমার এই ওয়েব সাইট।