রঙ্গন একটি অতি পরিচিত ফুলের নাম । কি শহর কি গ্রাম মোটামোটি প্রায় সবার কাছেই এই ফুল পরিচিত । শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে রঙ্গন এর অনেক জনপ্রিয়তা রয়েছে । বাংলাদেশের সর্বত্রই এই ফুলের দেখা পাওয়া যায় । এটি একটি গুল্ম জাতীয় উদ্ভিদ । ঘন সবুজ রঙ্গন গাছে লাল, গোলাপী, হলুদ, কমলা ও সাদা রংয়ের ফুল দেখা যায় । ফুলের সৌন্দর্য সহজেই সকলের নজর কাড়ে । রঙ্গন গাছে সাধারনতঃ গ্রীষ্ম ও বর্ষাকালে পর্যায়ক্রমে থোকা থোকা ফুল ফোটে । কিন্তু কোন কোন জাতের রঙ্গন বসন্তেও ফোটে ।
রঙ্গন খুব কষ্টসহিষ্ণু গাছ । ছাদে দুই একটা রঙ্গন গাছের টব থাকলে ছাদের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায় । এর চাষ পদ্ধতিও সহজ । ফুল ফোটা শেষ হয়ে গেলে রঙ্গন গাছ ছেটে দেওয়া ভাল ।