তেতুলিয়া বাংলাদেশের সবচেয়ে উত্তরের উপজেলা। পঞ্চগড় জেলা থেকে এর দূরত্ব ৪০ কিলোমিটার। তেতুলিয়া থেকে চোখে পড়ে ভারতের পশ্চিমবংগ। তেতুলিয়া থেকে ১৭ কিলোমিটার দূরত্বে বাংলাদেশের সবচেয়ে উত্তরের সিমানা বাংলাবান্ধা। মহানন্দা নদীর একপ্রান্তে বাংলাদেশ আরেকপ্রান্তে ভারত। হিমালয়-দুহিত তেতুলিয়া অপরূপ সুন্দর এক উপজেলা । আম, কাঁঠাল আর চা বাগান এর প্রধান আকর্ষণ । তেতুলিয়া থেকে দেখা যায় মহানন্দা নদী থেকে পাথর তোলার দৃশ্য । বছরের যে কোন সময় ভ্রমণ তেতুলিয়া ভ্রমণ করা যায় ।
তেঁতুলিয়া নামের উৎপত্তির সাথে জড়িয়ে আছে এই তেতুল গাছ । প্রজাদের মধ্যে যারা সময় মতো খাজনা না দিতে পারত তাদেরকে এই তেতুল গাছের সাথে বেধে রাখা হতো । আর সেই থেকে এর নামকরণ হয়েছে তেঁতুলিয়া । আজও তেঁতুলিয়ার প্রানকেন্দ্রে এই তেতুল গাছগুলো শোভা পাচ্ছে । তেঁতুলিয়ার ডাকবাংলাটিও দেখতে খুব সুন্দর । তেঁতুলিয়া থেকে ১৫ কিলোমিটার দূরে বাংলাদেশের সর্বশেষ সীমা বাংলাবান্ধা । এখান থেকে হিমালয়কে স্পষ্টভাবে দেখা যায় । খুবই নির্জন নিরিবিলি এইস্থানে নিজেকে অন্যকোন ভূবনের বাসিন্দা মনে হতে পারে । শিলিগুড়ি শহরও অস্পষ্টভাবে দেখা যাবে এই বাংলাবান্ধা থেকে ।