শীতকালীন শাক-সবজীর চাষ
আমার ছাদে শীতকালীন টমোটো
শীত প্রায় আসন্ন।আর এই শীতকালই হচ্ছে শাক-সবজির প্রধান মৌসুম।শীতের শাক-সবজির বীজ বপনের এখনই সময় । যাদের মাটি প্রস্তুত আছে, আর দেরী না করে এখনই বীজ বপন করে দিন।যদি বীজ বপন করা সম্ভব না হয় তবে চারা কিনেও লাগানো যাবে।ছাদে যেসব শীতকালীন শাক-সবজির চাষ করা যায় তাহল - লাউ, শীম, বেগুন, টমেটো, ফুল কপি, বাধা কপি, ব্রুকলি, ক্যাপসিকাম, ওলকপি, গাজর, মুলা ইত্যাদি।
ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিকভাবে মাটি প্রস্তুত করা।মাটি প্রস্ততের নিয়ম জানুন এখান থেকে(ছাদ বাগানের মাটি তৈরী করা)।