টবের মাটি কিভাবে পরিবর্তন করবেন?

টবের সাইডের পুরানো মাটি কেটে সরানো হয়েছে
টব বা ড্রামের মাটি পরিবর্তন করবেন? কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছে না? আসুন জেনে নেই উপায় । সাধারনত: টবে ফল গাছ লাগানোর এক থেকে দুই বছরের মধ্যে শিকড়ে টব ভরে যায় । ফলে ধীরে ধীরে ফলন কমে যেতে থাকে । তাই প্রতি বছর গাছের ফলন ঠিক রাখতে হলে টবের আংশিক মাটি পরিবর্তন করতে হবে ।
কিভাবে মাটি পরিবর্তন করবেন?
কোন কোন গাছের মাটি পরিবর্তন করতে হবে চিহ্নিত করুণ । সেই অনুযায়ী নতুন মাটি সংগ্রহ করুণ । শুধু মাটি সংগ্রহ করলেই হবে না । মাটিকে ভালভাবে প্রস্তুত করে নিন । মাটি প্রস্তুতের নিয়ম জেনে নিন এথান থেকে । মাটি প্রস্তুত করতে হবে মাটি পরিবর্তনের কমপক্ষে ১৫ দিন আগে । উপরের ছবিটি খেয়াল করুন । এটি একটি ২০ ইঞ্চি ব্লিচিং পাউডারের ড্রাম । ড্রামের কোল ঘেঁষে আড়াই ইঞ্চি ব্যাসে এবং আট ইঞ্চি গভীরতায় শিকড়সহ মাটি কেটে ফেলা হয়েছে । আপনি আপনার টব বা ড্রামের সাইজ অনুযায়ী মাটি কাটুন । এবার পূর্বের প্রস্তুতকৃত মাটি দিয়ে উক্ত স্থানটি ভরে দিন । একটু বেশী পরিমানে পানি দিয়ে দিন । ব্যস হয়ে গেল এ বছরের টবের মাটি পরিবর্তন । প্রতিবছর একই নিয়মে কাজ করুণ ।