পাকিস্তানী আনার
আমার ছাদ বাগানের পাকিস্তানী আনার
আনার, বেদানা বা ডালিম সব একই রকমের ফল । ডালিমের উন্নত জাতকেই আমদের দেশে আনার বা বেদানা বলে থাকেআনারবা বা ডালিমকে বেহেস্তের ফল বলা হয়ে থাকে । ডালিম বা আনারের মধ্যে আছে রোগ প্রতিরোধের জাদুকরী গুনাগুন । আনার বা বেদানা ফল মোটামোটি সারা বছরই কম-বেশী ফলন দেয় ।আমার ছাদ বাগানের এই জাতটি খুব বেশ উন্নত । এর দানা খুবই মিষ্ট এবং নরম । ফলন্ও খুব ভাল হয় । ছাদে এই জাতটি চাষের উপযুক্ত । খুব বেশী যত্ন-আত্তিরও প্রয়োজন হয় না । চার-পাঁচ জন সদস্যের একটি ফ্যামিলির জন্য ছাদে হাফ ড্রামের একটি গাছই যথেষ্ঠ ।
বাড়ির ছাদে সহজে আনার চাষ পদ্ধতি জানতে ক্লিক করুণ(ছাদে আনার বা বেদানার চাষ পদ্ধতি)। ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিকভাবে মাটি প্রস্তুত করা।মাটি প্রস্ততের নিয়ম জানুন এখান থেকে(ছাদ বাগানের মাটি তৈরী করা)।