সাগর কলা

আমার ছাদ বাগানের সাগর কলা
সাগর কলা । সবার কাছে একটি অতি পরিচিত ফল । কিন্তু আজকাল বাজার থেকে কলা কিনতেও অনেক ভয় । কারণ কেমিকেল মিশ্রিত কলায় বাজার সয়লাব । আমাদের স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারগুলো ক্রমেই হুমকি হয়ে দাড়িয়েছে । অথচ সবার জন্য প্রতিদিন একটি কলা খাওয়া উচিৎ । তাহলে উপায়? উপায় তো আছেই । এখন ছাদেই হবে সাগর কলা । গাছের আকার ছোট হওয়ায় ছাদে খুব সহজেই এর চাষ সম্ভব।