বাউ-৫ পেয়ারা

আমার ছাদ বাগানের বাউ-৫ পেয়ারা
বাউ-৫ পেয়ারা । বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উদ্ভাবিত একটি উন্নতমানের পেয়ারা । ফলের আকার মাঝারি, বাই্যিক চেহারা আকর্ষনীয় । কচকচে মিষ্টি স্বাদের বাউ-৫ পেয়ারার ফলনও খুব ভাল । গাছের আকৃতি ছোট থাকায় ছাদ বাগানের জন্য এই জাতটি খুবই উপযোগী । ছাদ বাগানে পেয়ারার চাষ পদ্ধতি সম্পর্কে জানতে ক্লিক করুণ ছাদে পেয়ারার চাষ পদ্ধতি ।