লাল ড্রাগন ফল
আমার ছাদ বাগানের লাল ড্রাগন ফল
ড্রাগন একটি দামি ফল । এই ফলটি এখন বাংলাদেশে উৎপাদিত হচ্ছে । খুবই সুস্বাদু ফল । তবে তা যদি হয় নিজের গাছের পাকা ফল । বাজার থেকে কেনা ফল অধিকাংশ সময় ভালভাবে পাকা থাকে না । তাই আসল স্বাদ উপভোগ করা যায় না । বাংলাদেশের আবহাওয়া ও মাটি ড্রাগন চাষের উপযোগী বলেই মনে হয় । ড্রাগন ফলের গাছ দেখতে ঠিক ক্যাকটাস গাছের মত । সাদা ও লাল রঙের ড্রাগন বর্তমানে দেশে পাওয়া যাচ্ছে । লাল ড্রাগনের গাছ এবং ফল আকারে ছোট হয় । কিন্তু সাদা ড্রাগনের গাছ এবং ফলের আকার বেশ বড় ।