মালবেরী

আমার ছাদ বাগান থেকে মালবেরী ফল তুলছে রিয়াদ
মালবেরী এক ধরণের টক ফল । মালসেরীকে তুঁত ফল বলে । এক সময় দেশের বিভিন্ন গ্রাম গঞ্জে তুঁত ফলের গাছ দেখা যেত । এখন একটু কমই দেখা যায় । তুঁত ফল দেখতে খুব সুন্দর । তুঁত গাছের পাতা ডিম্বাকার,চমৎকার খাঁজযুক্ত এবং অগ্রভাগ সূঁচাল । ফেব্রুয়ারী-মার্চ মাসে ফুল আসে এবং মার্চ-এপ্রিলেই ফল পাকে । তুঁত ফল প্রথম অবস্থায় সবুজ পরে লাল এবং সম্পূর্ণ পাকলে কালো রং ধারণ করে । ফল বেরী জাতীয় । ইংরেজীতে মালবেরী বলা হয়ে থাকে । খুব সহজেই ছাদে এর চাষ সম্ভব । তাই এখন অনেকের ছাদেও শোভা পাচ্ছে বাংলার তুঁত বা মালবেরী । তুঁত শালিক, টিয়া, বুলবুলি, টুনটুনিসহ অনেক পাখিদের খুব প্রিয় ফল । পাকা ফল রসালো এবং টক-মিষ্টি ।