মেক্সিকান সোর্ড লিলি

আমার ছাদ বাগানের মেক্সিকান সোর্ড লিলি
মেক্সিকান সোর্ড লিলি একটি জলজ উদ্ভিদ। যদিও মাটিতেও এই উদ্ভিদ জন্মে । তবে মাটির চেয়ে পানিতেই এর চাষ ভাল হয় । এর পাতা খুবই দৃষ্টিনন্দন। মেক্সিকান সোর্ড লিলির ফুলের সৌন্দর্যও কম নয়। সাদা রংয়ের অসংখ্য ফুল ফুটে এই গাছটিতে। ফুলে কোন গন্ধ নেই। তবে ফুল দেখতে খুব সুন্দর ।