সুন্দরী প্ল্যান্ট এগ্লোনিমা

আমার ছাদ বাগানের এগ্লোনিমা
অসম্ভব সুন্দরী একটি পাতাবাহার জাতীয় উদ্ভিদ। পাতাবাহার হলেও তাতে ফুল ফুটতেও দেখা যায় । তবে ফুলের চেয়ে পাতার সৌন্দর্য্ই বেশি। এগ্লোনিমা একটি ছায়া প্রিয় গাছ । তাই ঘরের মধ্যেও এই গাছ দীর্ঘদিন বেঁচে থাকে। মাঝে মাঝে সামান্য হালকা রোদে দিতে হয়।