ছাদ বাগানে ডাটা চাষ
আমার ছাদ বাগানের ডাটা শাক
টবে ডাটা শাক চাষ করলে টবের আকার একটু বড় হওয়া প্রয়োজন। কমপক্ষে ১৫ থেকে ২০ কেজি মাটি ধরে এমন টব, ড্রাম বা স্টীলের বক্সে ডাটা শাকের বীজ বপন করা যেতে পারে। বীজ বপনের ১৫/২০ দিন পূর্বে জৈব সার মাটির সংগে মিশিয়ে দিতে হবে। বীজ বপনের পরে আর কোন সার প্রয়োগ করতে হবে না । শাক জাতীয় কোন টবেই রাসায়নিক সার প্রয়োগ করা থেকে বিরত থাকতে হবে।
ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিকভাবে মাটি প্রস্তুত করা।মাটি প্রস্ততের নিয়ম জানুন এখান থেকে(ছাদ বাগানের মাটি তৈরী করা)।