ফুলের নাম ঝুমকো লতা

আমার ছাদ বাগানের ঝুমকো লতা
ঝুমকো লতা বা প্যাশন ফ্লাওয়ার ফুলটি মূলত যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম এলাকা, মেক্সিকো, ক্যারাবিয়ান, সেন্ট্রাল আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় জন্মে। দক্ষিণ-পুর্ব এশিয়া এবং হাওয়াইয়ের মতো নাতিশীতোষ্ণ অঞ্চলেও জন্মে ঝুমকোলতা। সাধারণত জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ঝুমকো লতা ফুল ফোটে। গ্রীষ্মের শেষ ভাগে ফুটে বর্ষাকালজুড়ে এটি টিকে থাকে। এ জন্য বর্ষার ফুল হিসেবেই এর পরিচিতি। ঝুমকো লতা শুকনো জায়গায় টিকে থাকতে পারলেও ভেজা জায়গা মূলত ঝুমকো লতার জন্য উপযোগী। দেখতে হুবহু ট্যাং ফলের ফুলের মত হওয়ায় অনেকেই এ ফুলটিকে ট্যাং ফলের ফুল বলে ভুল করে থাকেন। কিন্তু ঝুমকো লতার ফুল থেকে আদৌ কোন ফল হয় না।