সুগন্ধি ক্লেমেটিস বা এরোমেটিক জুঁই
আমার ছাদ বাগানের ক্লেমেটিস বা এরোমেটিক জুঁই
ক্লেমেটিস বা ফুল গ্রীষ্মকালে ফোটে। গাছভর্তি সাদা রঙের ফুলগুলো দেখতে স্টারের মতো । তাই ফুলটির নাম কেউ বলেন স্টার ফুল । আবার কেউ এটিকে বলেন এ্যরোমেটিক জুঁই।। খুবই সুগন্ধি ফুল, প্রতিটি ফুলের চারটা করে পাপড়ি ।ফুল দেখতে খুবই সুন্দর।বাড়ির আশে-পাশে আলো ছায়াময় পরিবেশে ক্লেমেটিস গাছ বেড়ে উঠে। বাহারি লতা জাতীয় এই জুঁই ছাদ কিংবা ব্যালকনিতেও লাগানো যায়।