রেইন লিলি

আমার ছাদ বাগানের রেইন লিলি
বর্ষার খুব পরিচিত একটি ফুল রেইন লিলি। ফুলে ছয়টি রঙিন পাপড়ি । খুব সুন্দর একটি ফুল। বাংলা নাম জানা নেই। সবাই রেইন লিলি হিসেবেই চিনে। রেইন লিলির আদি নিবাস পেরু, কলম্বিয়া ও ক্যারিবীয় অঞ্চল। আমাদের দেশে যত ধরনের লিলি ফুল দেখা যায় তাদের বেশিরভাগই বিদেশি প্রজাতির। পাতা লম্বাটে ও সরু। প্রচন্ড খরায়ও রেইন লিলি বেঁচে থাকতে পারে। ভারী বৃষ্টির পর একে সজীব ও প্রফুল্ল দেখায়। পুষ্পপ্রেমীদের একচিলতে বারান্দা কিংবা বাগান সাজাতে রেইন লিলি খুব জনপ্রিয়।