ব্ল্যাক আইড সুসান ভাইন

আমার বাসার ব্যালকনিতে ব্ল্যাক আইড সুসান ভাইন
বাংলাদেশে সাদা এবং হলুদ এই দুটি কালারের ব্ল্যাক আইড সুসান ভাইন দেখা যায় । লতানো এই ফুলের গাছটি ছোট টবে চাষ করা যায় । ব্যলকনিতে দু একটি সুসান ভাইনের চারা রোপন করলে বারান্দার সৌন্দর্য অনেকাংশে বৃদ্ধি পায়। খুব ছোট টবেও ফুল দিতে সক্ষম এই ব্ল্যাক আইড সুসান ভাইন ।