টাইম ফুল বা পর্তুলিকা
আমার ছাদ বাগানের টাইম ফুল বা পর্তুলিকা
ফুলের নাম টাইম ফুল। প্রতিদিন প্রায় একই সময়ে ফুল ফুটে বলে নাম দেয়া হয়েছে টাইম ফুল। অনেকে আবার শখ করে পর্তু বলেও ডাকে। তবে বেশিরভাগ বাগানীরই পছন্দ পর্তুলিকা। দেখতে খুব সুন্দরী এই ফুল। চিকন চিকন পাতায় ঘেরা । ছোট্ট ছোট্ট ফুল ফুটে। তবে দেখলে চোখ জুড়িয়ে যায় । পাপড়িগুলো খুব পাতলা। কড়া রোদে রাখলে ভাল ফুল ফুটে।