ফুলের নাম রেললতা
আমার ছাদ বাগানের রেললতা
রেললতা । সাধারণত বাগানের সৌন্দর্য বৃদ্ধিতে এই গাছ লাগানো হয়। গাছটি লতা জাতীয়। গ্রীষ্ম-বর্ষায় ফুল ফুটে।ফুলে গদ্ধ নেই। কিন্তু লতানো গাছের এই ফুলটি দেখতে খুবই সুন্দর । সকালে ফুলটি ফুটে প্রায় সারাদিন থাকে ।ব্যালকনির রেলিং এর এক পাশে গাছ লাগালে নিজেই পুরো রেলিং বেয়ে যায় ।
ছাদ বাগানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সঠিকভাবে মাটি প্রস্তুত করা।মাটি প্রস্ততের নিয়ম জানুন এখান থেকে(ছাদ বাগানের মাটি তৈরী করা)।